ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি নিয়ে জরিমানা গুনলো হাসপাতাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৬ জুলাই ২০২৩

ফরিদপুরে ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্যের চেয়ে অধিক ফি নেওয়ার অভিযোগে পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

jagonews24

ভোক্তা অধিকারের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্য ৩০০ টাকা হলেও রোগীর কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। দুই রোগীর কাছ থেকে ডেঙ্গু পরীক্ষা বাবদ এক হাজার টাকা করে নেয় পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

তিনি বলেন, এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে ওই হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ পুলিশের একটি টিম সহযোগিতা করে।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।