দুই লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌতুকের দাবিতে তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া বসন্তপুর গ্রামের অটোচালক মো. আজাদ হোসেনের স্ত্রী। তিনি ৩ সন্তানের মা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তানিয়ার মা মায়া বেগমের দাবি, তার মেয়েকে জামাই আজাদ হোসেন যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক নির্যাতন করতেন। কোরবানির ঈদের আগে আজাদ ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে টাকা দিতে রাজি হন তারা। কিন্তু টাকা জোগাড় করতে দেরি হওয়ায় আজাদ দুইদিন আগে তাকে মোবাইলে হুমকি দিয়ে বলেন দু’দিনের মধ্যে টাকা না দিলে পরিণাম ভালো হবে না। সকালে শুনতে পান তানিয়া মারা গেছেন। এসে দেখেন তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, আমার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
জাহিদ পাটোয়ারী/এফএ/জিকেএস