সোনামসজিদে বেড়েছে আমদানি, কমেছে রাজস্ব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৭ জুলাই ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানি বাড়লেও কমেছে রাজস্ব আদায়। সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকট ও বন্দর দিয়ে ফলসহ অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কমে যাওয়ায় রাজস্ব আহরণে ঘাটতি হচ্ছে।

আমদানিকারক মো. নাসিম বলেন, ডলার সংকটের কারণে ব্যাংকগুলো আমদানিকারকদের ঠিকমতো এলসি দিতে পারেনি। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়া যেসব পণ্যের ওপর অধিক শুল্ক রয়েছে এমন পণ্যের কোনো এলসি করতে পারেনি ব্যাংক। সোনামসজিদ স্থলবন্দরে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় ফলে। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে এলসি সংকটে ফল আমদানি করতে পারেননি কেউ। এতেই কমেছে রাজস্ব আদায়।

আরও পড়ুন: পাথর আমদানিতে টিকে আছে নাকুগাঁও স্থলবন্দর

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি জানান, পাথর, মরিচ, ভুট্টাসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যই আমদানির পরিমাণ বেড়েছে। কিন্তু অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি না হওয়ায় রাজস্ব ঘাটতি হয়েছে।

সোনামসজিদে বেড়েছে আমদানি, কমেছে রাজস্ব

মাইনুল ইসলাম বলেন, ফলে প্রচুর রাজস্ব আদায় হয়। কিন্তু ২০২২-২৩ অর্থবছরে ফল আমদানি হয়নি। এতে রাজস্ব আহরণ কমেছে।

সোনামসজিদে বেড়েছে আমদানি, কমেছে রাজস্ব

বন্দর সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১০৩৭ কোটি ৪০ লাখ টাকা। বিপরীতে আহরণ হয়েছে ৬১৮ কোটি ৯২ লাখ টাকা। এতে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ কোটি ৪৮ লাখ টাকা।

আরও পড়ুন: সিন্ডিকেটে জিম্মি বুড়িমারী স্থলবন্দর

২০২১-২২ অর্থবছরে মোট পণ্য আমদানি হয়েছে ৩৫ লাখ ৫৮ হাজার ৮৩৪ মেট্রিক টন। ২২-২৩ অর্থবছরে তা বেড়ে হয় ৩৯ লাখ ৭৭ হাজার ৬০১ মেট্রিক টন। আগের অর্থবছরের তুলনায় গত অর্থবছরে ৪ লাখ ১৮ হাজার মেট্রিক টন পণ্য বেশি আমদানি হলেও রাজস্ব আদায় কমেছে ৩৪৭ কোটি ৮১ লাখ টাকা।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, ২০২১-২২ অর্থবছরের শুধু তাজা ফল থেকেই রাজস্ব আদায় হয় ৫৮৬ কোটি টাকা। অথচ ২০২২-২৩ অর্থবছরে মাত্র ১৬ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে ফল থেকে।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।