প্রেমের বিয়ে, ২৬ দিনের মাথায় গলায় ফাঁস নিলেন তরুণী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৯ জুলাই ২০২৩

পাবনার ঈশ্বরদীতে বিয়ের ২৬ দিনের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সিনথিয়া খাতুন (১৮) নামের এক তরুণী।

শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো তার ঝুলন্ত মরহেদ উদ্ধার করা হয়।

সিনথিয়া খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি দাঁইড়পাড়া এলাকার সিরাজ উদ্দিন প্রামাণিকের মেয়ে। গত ৩ জুলাই একই গ্রামের পলান হোসেনের ছেলে সাব্বির হোসেনের (২২) সঙ্গে সিনথিয়ার বিয়ে হয়।

সাব্বির হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজায় শব্দ করি। জোরে ডাকাডাকি শুনে প্রতিবেশীরা এসে দরজা ধাক্কা দেন। পরে দরজা খুললে সিনথিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

প্রেমের বিয়ে, ২৬ দিনের মাথায় গলায় ফাঁস নিলেন তরুণী

স্থানীয়রা জানান, সিনথিয়া ও সাব্বির দুজনে প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছেন। বিয়ের পর দুজনের মধ্যে সম্পর্ক ভালোই চলছিল। হঠাৎ করে সিনথিয়া কেন আত্মহত্যা করলেন তা তাদের কাছে স্পষ্ট না।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বসির বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।

শেখ মহসীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।