গাইবান্ধায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৮ মার্চ ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মো. মিজানুর রহমান (১৯) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মফিজল হকের ছেলে।

সাদুল্যাপুর থানা সূত্র জানায়, মিজানুর পেশায় একজন ভ্যানচালক। বৃহস্পতিবার বিকেলে তিনি তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত ১০টার দিকেও তিনি পরিবারের লোকজনের সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। পরে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে পাতিল্যাকুড়া গ্রামের একটি বাঁশঝাড়ে মিজানুরের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, মিজানুরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বুত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানটি নিয়ে সটকে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় মিজানুরের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের সনাক্ত ও রিকশা ভ্যানটি উদ্ধারে চেষ্টা চলছে।

অমিত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।