গাইবান্ধায় বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সভা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ৩১ জুলাই ২০২৩

গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন জেলার প্রধান বধ্যভূমিতে দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক জিএম চৌধুরী মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান, সাংবাদিক গোবিন্দলাল দাস, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাজহাদা, গৌতম চন্দ্র মোদক, খয়বর হোসেন মণ্ডল, মোহাম্মদ আলী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, গোলাম মারুফ মনা, রেজাউন্নবী রাজু, গোলাম রব্বানী মুসা, মোহাম্মদ আমিন, নিলুফার ইয়াসমিন শিল্পী, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, মৃনাল কান্তি বর্মন, কাজী রাহেন শফিউল্লাহ প্রমুখ।

সভা থেকে অবিলম্বে স্মৃতিস্তম্ভ নির্মাণের জোর দাবি জানানো হয়।

শামীম সরকার শাহীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।