নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:২১ পিএম, ৩১ জুলাই ২০২৩

আগামী এক বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) ছাত্রলীগের প্যাডে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মেহেদী হাসান সম্রাটকে সভাপতি এবং মো. রাসেল প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়। সেইসঙ্গে সহ-সভাপতি করা হয়েছে আনারুল হক এবং অনাবিল দাশ নির্ঝরকে। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সিমান্ত মল্লিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সম্রাট সুফিয়ানের নাম রয়েছে কমিটিতে।

এর সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জাগো নিউজকে বলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আমি তাদের সফলতা কামনা করছি।

মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে ২০২২ সালের ৮ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত করে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।