বগুড়ায় মদপানের পর একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০১ আগস্ট ২০২৩

বগুড়ার আদমদীঘিতে দেশি মদের দোকান সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ আলী সজল শেখ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সান্তাহার জংশনের উত্তর পাশের মলগুদাম শেডের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজল উপজেলার সান্তাহার পৌর শহরের পুরাতন বাজার এলাকার মৃত সিরাজ উদ্দীন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সজল শেখ প্রায়ই উপজেলার সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকায় দেশি মদের দোকানে এসে মদপান করতেন। মঙ্গলবারও দুপুর ১২টার দিকে ওই দোকানে যান। মদপান করে দোকান সংলগ্ন রেলের মালগুদাম শেডের নিচে শুয়ে পড়েন। এরপর বিকেল ৪টার দিকে নাক, কান ও মুখ দিয়ে রক্ত বেরিয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমের মধ্যে মাত্রাতিরিক্ত মদপান করায় তার মৃত্যু হয়েছে।

এদিকে সজলের মৃত্যুর বিষয়টি জানার পর ওই মদের দোকানের দায়িত্বরত ব্যক্তিরা দ্রুত দোকান বন্ধ করে চলে যান।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।