স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০১ আগস্ট ২০২৩
ফাইল ছবি

স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় পাবনার চাটমোহর উপজেলায় আল্পনা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে তিনি কীটনাশক সেবন করে আত্মহত্যা করেন। আল্পনা চাটমোহর উপজেলার বাঘলবাড়ি গ্রামের রবিউল করিমের স্ত্রী।

স্থানীয়রা জানান, আল্পনা ও রবিউল দম্পতির সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সম্প্রতি রবিউল দ্বিতীয় বিয়ে করার কথা জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

এরই জেরে মঙ্গলবার সকালে সবার অজান্তে কীটনাশক সেবন করে ঘরে শুয়ে থাকেন আল্পনা। পরে মেয়ে রুমা ঘরে ঢুকে মা কে অচেতন অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে আল্পনাকে মৃত অবস্থায় দেখতে পান।

চাটমোহরের হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।