বরিশালে একদিনে হাসপাতালে ভর্তি ৩১৪ ডেঙ্গুরোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০২ আগস্ট ২০২৩

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৪ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৩১ জন, পটুয়াখালীতে ৫৯, পিরোজপুরে ৫৭, ভোলায় ৩৩, বরগুনায় ২৮ ও ঝালকাঠিতে ছয়জন রয়েছেন। এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালে বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালে ৩৫১ জন, পটুয়াখালীতে ১৯৪, পিরোজপুরে ১৪০, ভোলায় ৭৭, বরগুনায় ৮৫ ও ঝালকাঠিতে ১২ রোগী চিকিৎসাধীন আছেন।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৫ হাজার ৮৭০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার জন। মারা গেছেন ১১ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরে এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে আটজন, ভোলায় দুইজন ও বরগুনায় একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শাওন খান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।