ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন দুই কনস্টেবল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০২ আগস্ট ২০২৩

ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন সিদ্ধিরগঞ্জ থানার দুই কনস্টেবল। বুধবার (২ আগস্ট) দুপুরে জমকালো আয়োজনের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় তাদের।

এসময় বিদায়ী কনস্টেবলদের হাতে ফুল দিয়ে বিদায় জানান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাসহ ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা। পরে সব পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে তাদের বিদায় জানান।

আরও পড়ুন: ফুলসজ্জিত গাড়িতে কনস্টেবলের রাজকীয় বিদায়

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলরা হলেন ৮৬ ব্যাচের মো. আমজাদ হোসেন এবং ৮৪ ব্যাচের মো. ওসমান। চাকরি জীবনে কনস্টেবল মো. আমজাদ হোসেন ৩৬ বছর দুই মাস এবং মো. ওসমান ৩৮ বছর জনসাধারণের জন্যে কাজ করে গেছেন।

ফুলসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন দুই কনস্টেবল

বিদায়কালে পুলিশ কনস্টেবলরা জানান, চাকরি জীবনের শেষ দিনে এমন সম্মান অনেকের ভাগ্যে জোটে না। এত বছর কাজ করেছি, এমন বিদায় পেয়ে আমরা সত্যিই অনেক আনন্দিত। অবসরে যাওয়ার সময় এমন সম্মান প্রদর্শন করার জন্যে কর্মজীবনের শেষ থানার সব পুলিশ সদস্যকে ধন্যবাদ জানাই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীতে সুনামের সঙ্গে সেবা দিয়ে এসেছেন। বিদায়ের পর মুহূর্তেও আপনারা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকবেন বলে আশাবাদী। আপনাদের কর্মে যাতে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ন থাকে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।