ঝালকাঠিতে তারে জড়িয়ে দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ০২ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের দুই বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলার নেয়ামপুরা মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মরিবুনিয়া বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান (৪৫) ও লাইনম্যান মনির হোসেন (৩৫)।

স্থানীয়রা জানায়, নেয়ামতপুরা মোল্লা বাড়িতে কাজে যাওয়ার পথে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় একদিনে দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু 

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিমা রানী সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনরা আসছেন। আইনি পদক্ষেপ শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আতিকুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।