বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৩ আগস্ট ২০২৩
ফাইল ছবি

গাইবান্ধার সাঘাটায় পুকুরে ডুবে হানিফ মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের পূর্ব আমদির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হানিফ মিয়া ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বজনরা জানায়, বিকেলে হানিফ মিয়া বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অজান্তে নিখোঁজ হয়ে যায়। এসময় খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুমারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বলেন, পানিতে ডুবে হানিফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

শামীম সরকার শাহীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।