রোগী দেখতে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১১:১৫ এএম, ০৩ আগস্ট ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচণ্ডি এলাকার মো. নুর আলম (৫৫) ও তার স্ত্রী জোসনা বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুর আলম স্ত্রীকে নিয়ে একটি মোটরসাইকেলে করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিকটাত্মীয় রোগীকে দেখতে যাচ্ছিলেন। ভজনপুর বাসার মোড় এলাকায় তেঁতুলিয়া থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে নুর আলমের মৃত্যু হয়। স্থানীয় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী জোসনা বেগমও মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক-সহকারী পালিয়ে যান।

আরও পড়ুন: নাটোরে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, স্বামী-স্ত্রী নিহত

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। চালক-সহকারী পালিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।

সফিকুল আলম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।