মাইক্রোবাসে নিকলি ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৪ আগস্ট ২০২৩
দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাস

নিকলি হাওরে ঘুরতে যাওয়ার পথে মাইক্রোবাসের চাকা ফেটে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন।

শুক্রবার (৪ আগস্ট) ভোরে গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম জাগো নিউজকে বলেন, ভোরে কয়েকজন বন্ধু মিলে একটি মাইক্রোবাস কাশিমপুর থেকে কিশোরগঞ্জের নিকলি হাওরে ঘুরতে যাচ্ছিলেন। পথে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো কভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি।

এসআই আরও বলেন, গাড়ির চালকসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মরদেহ হাসপাতালে আছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।