বিএনপির বিচারের জন্য আল্লাহই যথেষ্ট: শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০৪ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, মহররমের আশুরার দিনেও বিএনপির কর্মসূচি দেখে আমি অবাক হয়েছি। মহররমের মাসে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন। আশুরার দিনটি অসীম একটা দিন। তারপরও এ দিনটার মধ্যে কর্মসূচি দিয়ে জ্বালাও-পোড়াওগুলো হলো। আমার মনে হয় তাদের বিচারের জন্য আল্লাহই যথেষ্ট।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে শহরের মাসদাইর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে শামীম ওসমান এসব কথা বলেন। এদিন তার বড় ভাই সেলিম ওসমানের অস্ত্রোপচারকে কেন্দ্র করে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ‘তারা (বিএনপি) যে পথে যাচ্ছে আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যদি আবারও আগের মতো তারা জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে আমরা পাল্টা আঘাত করবো না। আল্লাহ সর্বশক্তিমান, তিনি দেখবেন।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতের কাছে শয়তানের কুমন্ত্রণা টিকবে না। আমার দেশের জনগণের কাছে বিচার দেবো। জনগণই সঠিক বিচার করবে। জনগণ ভোটের মাধ্যমেই রায় দেবে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল ও যুবলীগ নেতা জানে আলম বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।