সিরাজগঞ্জে আরও ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত
সারাদেশের মতো সিরাজগঞ্জের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হলো।
রোববার (৬ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান সহকারী হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৯ জন। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী মারা গেছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন রোগী।
নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ১০ জন , শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে একজন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।
আরও পড়ুন: কাঙ্ক্ষিত সেবা নেই, না বলেই হাসপাতাল ছাড়ছেন ডেঙ্গু রোগীরা
সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন আ.ফ.ম. ওবায়দুল ইসলাম জাগো নিউজকে বলেন, বর্তমানে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের জন্য মশারি টাঙিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে।
এম এ মালেক/জেএস/এমএস