নিজ অর্থায়নে অরক্ষিত রেল ক্রসিংয়ে ব্যারিয়ার দিলেন ইউএনও

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৬ আগস্ট ২০২৩

গাজীপুরের কালীগঞ্জের কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া এলাকায় থাকা অরক্ষিত রেল ক্রসিংয়ে ব্যারিয়ার করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান।

জানা গেছে, ৫ জুলাই দিনগত রাত ২টার দিকে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় মো. আল আমিন (৩৫) নামের এক চালক নিহত হন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান ইউএনও মো. আজিজুর রহমান। এ সময় স্থানীয়রা তার কাছে ওই অরক্ষিত রেল ক্রসিংয়ে এক জোড়া ব্যারিয়ারের দাবি জানান। পরে ইউএনও তাদের আশ্বস্ত করেন।

বিগত সময়ের ইউএনও’রাও সাধ্যমত চেষ্টা করেছিলেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি আর আলোর মুখ দেখেনি। কিন্তু ইউএনও মো. আজিজুর রহমান মাত্র দুই মাসের মধ্যে দুর্ঘটনাপ্রবণ এই রেল ক্রসিংটিতে নিজ উদ্যোগে দুটি ব্যারিয়ার স্থাপন করেন। একই সঙ্গে তিনি উক্ত ক্রসিংসহ রাস্তাটিতে শৃঙ্খলা বজায় রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিজ উদ্যোগ ও অর্থে এমন সমস্যা সমাধানে খুশি স্থানীয়রা। আর এতে করে ওই স্থানটিতে রেল দুর্ঘটনা কমবে বলে মনে করেছেন স্থানীয়রা।

নিজ অর্থায়নে অরক্ষিত রেল ক্রসিংয়ে ব্যারিয়ার দিলেন ইউএনও

আরও পড়ুন: মাইক্রোবাসে নিকলি ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

এ ব্যাপারে ইউএনও মো. আজিজুর রহমান বলেন, ঢাকা বাইপাস রোডে নির্মাণ কাজ চলমান থাকায় কালীগঞ্জের ভেতরের এই রাস্তাটিতে যানবাহন চলাচলের সংখ্যা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। ফলে দুর্ঘটনার পরিমাণও বাড়ছে। শুধু জুলাই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ওই স্থানে দুটি দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় রেলওয়েসহ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে বিষয়টি লিখিতভাবে জানানোর পাশাপাশি সরাসরি যোগাযোগ করি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রক্রিয়াগত কারণে কয়েক মাস সময় লাগার কথা জানান। কিন্তু তাতে বসে না থেকে জনগণের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি নিজ উদ্যোগ ও অর্থায়নে ২৮ জুলাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয়দের সহযোগিতায় ব্যারিয়ার দুটি স্থাপন করি।

আব্দুর রহমান আরমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।