মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব, কিল-ঘুসিতে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৬ আগস্ট ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারধরে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক শিশু মারা গেছে। রোববার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শ্রাবন্তী মাহাতো উপজেলার দহতপুর গ্রামের বিমল মাহাতোর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জমিতে শ্রাবন্তী ও প্রতিবেশী সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) মাছ ধরছিল। এসময় দুজনের মধ্যে মারামারি হয়। পরে দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে জানালে তিনি শ্রাবন্তী মাহাতোর বাড়িতে গিয়ে তাকে কিল-ঘুসি মেরে আহত করেন।

আরও পড়ুন: কিল-ঘুসিতে প্রাণ গেলো যুবকের 

এতে শিশুটি গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসা শেষে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বিরনগর গ্রামের খালার বাড়িতে নিয়ে যান স্বজনরা। সেখানে ফের তার অবস্থার অবনতি হলে রোববার দুপুরের হাসপাতালে নেওয়ার পথে শ্রাবন্তী মারা যায়।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।