উপজেলা কমিটিতে আছেন জানার পরদিন আওয়ামী লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৬ আগস্ট ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে মো. আব্দুল গণি মেম্বার (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ছেলে।

রোববার (৬ জুলাই) বিকেলে জানাজা শেষে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকালে বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও মেয়ের জনক।

জানা যায়, দীর্ঘ ১০ মাস পর বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্রের সই করা এক চিঠিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই কমিটিতে সাধারণ সদস্য পদে আব্দুল গণির নাম ঘোষণা করা হয়। সেই কাগজের কপি শনিবার তিনি হাতে পান।

jagonews24

এদিকে দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন আব্দুল গণি। শনিবার রাত থেকে বুকে ব্যথা অনুভব করেন। রোববার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী সহ-সভাপতি মো. আবুল হোসেন। তিনি বলেন, আব্দুল গণি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। হঠাৎ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।