নাদিম হত্যাকাণ্ড

তৃতীয়বারের মতো বাবু চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৭ আগস্ট ২০২৩
মাহমুদুল আলম বাবু

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

সোমবার (৭ আগস্ট) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, সাংবাদিক গোলাম রব্বানী হত্যা মামলায় গ্রেফতার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিন আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হলো।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: ইউপি চেয়ারম্যান বাবু বরখাস্ত

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের বাহিনীর হামলার শিকার হন বাংলা নিউজের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাদিম। পরদিন বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।