যশোরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোর-খুলনা মহাসড়কের শাখারিগাতিতে পিকআপ চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপসহ চালক নূর ইসলামকে আটক করা হয়েছে।
নিহত তৈয়ব আলী (২৮) যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের হাসমত আলীর ছেলে। আটক নূর ইসলাম বাগেরহাটের চিতলমারি উপজেলার শিবপুর দবির উদ্দিন সরদারের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, শনিবার সকালে তৈয়ব আলী মোটরসাইকেলযোগে বসুন্দিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বরিশালগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি হাইওয়ে পুলিশ পিকআপসহ চালক নূর ইসলামকে আটক করেছে।
মিলন রহমান/এসএস/এবিএস