যশোর বোর্ড

ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪৩ হাজার শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৮ আগস্ট ২০২৩
ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে যশোর শিক্ষা বোর্ডের ৪৩ হাজার ৪০৩ জন শিক্ষার্থী।

সোমবার (৭ আগস্ট) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই করে ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল ২৮ জুলাই। চলতি বছর যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ২১ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী ফেল করেছে। এছাড়া অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি। এসব শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ পেয়েছ। ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।

আরও পড়ুন: এসএসসিতে ৭১১০৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।

তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাস, কম সময়ে কম নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। এ কারণে করোনাকালের আগে স্বাভাবিক সময়ের ফলাফলের কাছাকাছি ফল অর্জিত হয়েছে।

মিলন রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।