ফরিদপুরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১২০ রোগী, যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৮ আগস্ট ২০২৩
ফাইল ছবি

ফরিদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মাহাবুব মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

মাহাবুব মিয়া মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের মাওলানা সহিদুল্লাহ মিয়ার ছেলে।

ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত মাহাবুব মিয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার (৭ আগস্ট) বিকেলে জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২০ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৯ জন।

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন সাতজন। এরমধ্যে রাজবাড়ী জেলার তিন জন, ফরিদপুরের দুজন, মাগুরা জেলার এক ও মাদারীপুরের একজন।

এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৯৯৮ জন। এরমধ্যে এক হাজার ৬৫৩ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এন কে বি নয়ন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।