যুবলীগ নেতার বিরুদ্ধে সাব-রেজিস্ট্রারকে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৮ আগস্ট ২০২৩
সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মু. তামিম ও অভিযুক্ত যুবলীগ নেতা শাহ মো. রাকিব

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মু. তামিমকে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১টা ৪ মিনিটে হোয়াটসঅ্যাপে কল দিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ মো. রাকিব এ হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা সাব-রেজিস্ট্রার বলেন, তিন-চার মাস আগে যুবলীগ নেতা রাকিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন তার কাছে একটি জমির দলিল করতে এসেছিলেন। কিন্তু জমির মালিক দাবিদার প্রবাল দাস ভারতীয় নাগরিক। আইন অনুযায়ী ওই জমির দলিল করা সম্ভব নয়। এরপরও রাকিব দলিল করে দিতে ৫ লাখ টাকা প্রস্তাব দেন। এতে আমি রাজি হইনি। সম্প্রতি জমির মালিক দাবি করা প্রবাল মারা যান।

তিনি আরও বলেন, হোয়াটসঅ্যাপে রাকিব আমাকে কল দেন। জমির দলিল করে না দেওয়ায় আমার সঙ্গে শুরু থেকে উত্তপ্ত বাক্যে কথা বলেন। একপর্যায়ে তিনি আজকের মধ্যে রামগতি ছাড়ার জন্য হুমকি দেন। তা না হলে তিনি আমাকে মেরে বের করে দেবেন। তিনি আমাকে পরোক্ষভাবে হত্যার হুমকি দিয়েছেন। এখন পরিবার নিয়ে আমি আতঙ্কে আছি। ঘটনাটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেবো।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ মো. রাকিব বলেন, আমার বন্ধুর জমির দলিলের জন্য সাব-রেজিস্ট্রারের সঙ্গে কথা হয়েছে। আইনি জটিলতা দেখিয়ে তিনি দলিলটি করেননি। বন্ধুর বাবা প্রবাল দাস মারা গেছেন। বিষয়টি আমি তাকে জানানোর জন্য কল দিয়ে কথা বলেছি। তাকে হুমকি এবং ৫ লাখ টাকা প্রস্তাবের বিষয়টিও মিথ্যা।

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, সাব-রেজিস্ট্রার আমাকে ঘটনাটি জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।