বরিশাল বিএম কলেজ

হাঁটু পানিতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৯ আগস্ট ২০২৩

জলাবদ্ধতা নিরসনে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে হাঁটু পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের জীবনানন্দ দাশ মুক্তমঞ্চের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রজমোহন কলেজে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা একটি অসহনীয় পর্যায়ে ঠেকেছে। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় জলাবদ্ধতাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্র-শিক্ষক-কর্মচারীরা। একটি বিভাগ থেকে অন্য বিভাগে যেতে হাঁটু সমান পানি পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়।

barishal

আরও পড়ুন: পাঁচ দাবিতে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মানববন্ধন

বক্তারা আরও বলেন, গত দুদিন আগে বৃষ্টি হয়েছে দুদিন পরে এসেও হাঁটু পানি পার হতে হয়েছে। এতে যেমন শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে বাড়ছে মশার উৎপাত। ছড়াচ্ছে ভয়ঙ্কর ডেঙ্গুও।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজের সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিজন সিকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সদস্য মিনহাজুল ইসলাম ফারহান প্রমুখ।

শাওন খান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।