ময়মনসিংহে এক কুকুরের কামড়ে আহত ৪০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৯ আগস্ট ২০২৩

ময়মনসিংহে এক পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এতে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

বুধবার (৯ আগস্ট) সকালে মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা মোড়ে একটি কুকুরের কামড়ে ৪০ জন আহত হন।

জানা গেছে, সম্প্রতি মহানগরীর রামবাবু রোড, শিববাড়ি, দুর্গাবাড়ি, নতুন বাজার এবং ধোপাখোলা মোড়সহ বেশ কয়েকটি এলাকায় কুকুরের দাপট বেড়েছে। এসব এলাকায় দলবেঁধে কুকুর ঘোরাঘুরি করছে। কুকুর তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছেন অনেকে। বুধবার সকালে একটি পাগলা কুকুর গোহাইলকান্দি ও জামতলা মোড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জনকে কামড়ে আহত করে।

আহত শিউলী আক্তার বলেন, সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জামতলা মোড়ে একটি কুকুর আমার পায়ে হঠাৎ করে কামড়ে ধরে। ডান পায়ের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে এসে দেখি কুকুরটি আরও অনেককেই কামড় দিয়েছে।

jagonews24

গোহাইলকান্দি খন্দকার বাড়ির শাহনাজ বেগম বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলের সামনে দাঁড়াতেই একটি কুকুর এসে আমাকে কামড় দেয়। সেখানে আরও কমপক্ষে ২০ জনকে কামড়িয়ে আহত করে। পরে লোকজন আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

শফিকুল ইসলাম নামে আহত আরেকজন বলেন, পাগলা কুকুরটি আমাদের এলাকার বেশ কয়েকজনকে কামড় দিয়ে আহত করেছে। এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। আমি দৌড়ে পালাতে গিয়েও কুকুর কামড় থেকে রেহাই পাইনি। পরে স্থানীয়রা কুকুরটি মারতে সক্ষম হয়েছে।

jagonews24

ময়মনসিংহ এসকে (সূর্য কান্ত) হাসপাতালের মেডিকেল অফিসার প্রজ্ঞানন্দ নাথ বলেন, নগরীর গোইলকান্দি ও জামতলা মোড়ে কুকুরের কামড়ে আহত হয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ৪০ জন চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, শেয়াল, কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক আক্রান্ত স্থান সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে আসতে হবে।

জানতে চাইলে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। কুকুরের সংখ্যা কমানোর জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঞ্জুরুল ইসলাম/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।