বরিশালে বৃক্ষমেলায় ৯৫ হাজার গাছের চারা বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৯ আগস্ট ২০২৩

বরিশালে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলায় ৯৫ হাজার ৮৩৬টি বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য ১৪ লাখ ১৭ হাজার ৭৫০ টাকা।

বুধবার (৯ আগস্ট) বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

মেলায় অংশ নেওয়া ২২ জন নার্সারি মালিককে গাছের চারা বিক্রির ওপর পুরস্কার দেওয়া হয়।

বিক্রিতে প্রথম স্থান অধিকার করেছে গ্রিন গার্ডেন নার্সারি, দ্বিতীয় আদর্শ নার্সারি এবং তৃতীয় হয়েছে রাফসান নার্সারি। পরে নার্সারি মালিকদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্জাহান হোসেন, বন সংরক্ষক উপকূলীয় অঞ্চল হারুন অর রশিদ খান, মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এহতেসাম উল হক, বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহা. আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

গত ২৬ জুলাই নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

মেলায় সরকারি তিনটি এবং বেসরকারি ৪৭টি মিলিয়ে মোট ৫০টি স্টল অংশ নেয়।

শাওন খান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।