চাঁপাইনবাবগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:০৮ এএম, ১০ আগস্ট ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বুধবার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদিব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীনারায়নপুর গাজিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৩৩) ও দশরশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. দুলাল (৩৮)।

আরও পড়ুন: মাদক মামলার একযুগ পর রায়, ২ জনের যাবজ্জীবন

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় চার্জশীটভুক্ত আসামি সদর উপজেলার সাদিকুল ইসলাম ও নাসির উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৪ জুন দিনগত রাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ গ্রামের পাকা সড়কের ওপর থেকে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন আমিরুল ও দুলাল।

এ সময় সাদিকুল ও নাসির পালিয়ে যান। পরে সাদিকুল গ্রেফতার হন। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ৪ জনের নামে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন ডিএডি এনতাজুল হক। মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক তারিফুল ইসলাম ওই ৪ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সোহান মাহমুদ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।