ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১০ আগস্ট ২০২৩

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সালমা বেগম (৪২) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জন ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ডা. এনামুল হক জানান, মঙ্গলবার (৮ আগস্ট) রাতে সালমা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। বর্তমানে হাসপাতালটিতে ১৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৯৫ জন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯ রোগী। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৮২ জন। এর মধ্যে এক হাজার ৮৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।