অপু বিশ্বাসকে দেখতে উপচেপড়া ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১০ আগস্ট ২০২৩

জামালপুর পৌরশহরের সর্দারপাড়ায় হারল্যান নিউইয়র্ক শো-রুমের উদ্বোধন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে হারল্যান শো-রুমের অ্যাম্বাসেডর হিসেবে শো-রুমটির উদ্বোধন করেন তিনি।

অপু বিশ্বাসকে দেখতে উপচেপড়া ভিড়

স্থানীয়রা জানান, অপু বিশ্বাস আসার খবরে সর্দারপাড়া এলাকায় সকাল থেকেই জনতার ঢল নামে। তাকে এক নজর দেখতে বিকেলে হারল্যান শো-রুমের সামনে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়। পরে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন অপু বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন হারল্যান নিউইয়র্কের এক্সিকিউটিভ ম্যানেজার জামাল উদ্দিন ও ডিলার রহুল আমীন পলাশ।

নাসিম উদ্দিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।