ডিসলাইনের বিল নিয়ে দ্বন্দ্ব, গ্রাহককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৪ আগস্ট ২০২৩
ছবি: ঘাতক সৌরভ

জামালপুর সদর উপজেলায় ডিসলাইনের বিল নিয়ে কথা কাটাকাটির জেরে হাফিজুর (৩২) নামে এক গ্রাহককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌরভ (২৫) নামে ওই ডিস ব্যবসায়ীকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রামনগর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক সৌরভ ওই এলাকার শহীদ মিয়ার ছেলে এবং হাফিজুর রহমান একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে পৌরসভার রামনগর উত্তরপাড়ায় ডিসলাইনের বিল নিয়ে সৌরভের সঙ্গে কথা কাটাকাটি হয় মাইক্রোবাস চালক হাফিজুরের (গ্রাহক)। এক পর্যায়ে সৌরভ লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় হাফিজুরকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন মুঠোফোনে জাগো নিউজকে বলেন, সুরাতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান। এছাড়াও সৌরভকে ধরতে পুলিশ মাঠে নেমেছে।

নাসিম উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।