বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাক খাদে, চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১১:১৩ এএম, ১৫ আগস্ট ২০২৩

রাজশাহীতে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার রহমান তেলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম দুরুল হুদা (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার জাহাঙ্গীরপাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর থেকে পেঁয়াজবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিল। পথে মঙ্গলবার ভোরে কাশিয়াডাঙ্গা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।