শোক দিবসের কর্মসূচিতে গিয়ে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৫ আগস্ট ২০২৩
ফাইল ছবি

নওগাঁর ধামইরহাটে শোক দিবসের কর্মসূচিতে গিয়ে দোকানে চা পান করতে বসেছিলেন আব্দুল মজিদ (৬২) নামে এক আওয়ামী লীগ কর্মী। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে একটি শোকর‌্যালি বের হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।

আব্দুল মজিদ উপজেলার আড়ানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছহির উদ্দীনের ছেলে। তিনি আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন বলেন, আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। দুপুরে নেতাকর্মীদের সঙ্গে চা পানের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, আব্দুল মজিদকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।