৪ দাবিতে টাঙ্গাইল ম্যাটসের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০২৩

চার দফা দাবিতে অনির্দিষ্টকালে জন্য ক্লাস বর্জন করেছেন টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (১৬ আগস্ট) টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সামনে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে ইন্টার্নশিপ বহাল অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান তৈরি, দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চমবাষির্কী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানের দাবি করেন তারা।

৪ দাবিতে টাঙ্গাইল ম্যাটসের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আরও পড়ুন: হাঁটু পানিতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সৈকত জাহান আকাশ, নাজমুল ইসলাম, শাহরিয়ার জয়, সাখাওয়াত হক, সুমাইয়া জাহানসহ দুই শতাধিক শিক্ষার্থী।

আরিফ উর রহমান টগর/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।