প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:১০ এএম, ১৭ আগস্ট ২০২৩

কাতারে কাজ ছেড়ে দেওয়ায় মুন্সিগঞ্জে মহসিন ঢালী নামের এক প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাখালী ইউনিয়নের ছোট মাকহাটির ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহসিন ঢালীর বড় ভাই আলামিন ঢালী (৩৫), বোন আলো বেগম (৩৯) ও মা মর্জিনা বেগম (৫৫)। তারা সবাই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন আলামিন ঢালী।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচ বছর ধরে কাতারে রাসেল ও ইমনের বোরকার কারখানায় কাজ করে আসছিল মহসিন। বর্তমানে বেতন নিয়ে উভয়পক্ষের মধ্য বনিবনা হচ্ছিল না। তাই তাদের প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যোগ দেন মহসিন। এরই জেরে ইমনের লোকজন মানিক ও জয়ের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এসময় আহত হন মহসিনের মা-বোন ও ভাই। ১১ ভরি সোনা ও দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।

আলামিন ঢালী বলেন, হামলার সময় তাদের কাছ থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবায় কল দেওয়ার তিন ঘণ্টা পর পুলিশ বাড়িতে আসে।

jagonews24

আরও পড়ুন: স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন প্রবাসী যুবক

এদিকে অভিযোগ অস্বীকার করে ইমন বলেন, মহসিন বাড়ি আসার কথা বলে আমার ভাইয়ের ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে আমার বাবা তাদের বাড়িতে গেলে তারা অপমান করে বের করে দেয়।

মুন্সিগঞ্জ সদর থানার এসআই লিটু গাজী জানান, বাংলাবাজারে কাজ থাকায় আমাদের যেতে একটু দেরি হয়েছে। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের পাওয়া যায়নি। তাদের বাড়িঘর ভাঙচুর অবস্থায় রয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি আমি জানি না। তবে এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।