বেপরোয়া ট্রাক কেড়ে নিলো কৃষকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৭ আগস্ট ২০২৩

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় মো. লতিফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করটিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লতিফ মিয়া করটিয়া চরপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে।

নিহত লতিফের ফুফাতো ভাই আব্দুল জলিল মিঞা বলেন, বৃহস্পতিবার সকালে লতিফ মহাসড়কের চরপাড়া গ্রামে বাড়ির সামনে সড়ক বিভাজনে নিজের চাষ করা ডাঁটাশাক তুলতে যান। এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক বেপরোয়া গতিতে এসে সড়ক বিভাজনে ধাক্কা দেয়। এসময় সড়ক বিভাজনে দাঁড়িয়ে থাকা লতিফ মহাসড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাক খাদে, চালকের মৃত্যু

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক।

আরিফ উর রহমান টগর/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।