জনগণই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাবে: রিজভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৭ আগস্ট ২০২৩

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনাকে কি সরানোর চেষ্টা করা হচ্ছে? আপনাকেতো সরাবে জনগণ। জনগণতো চাচ্ছেই আপনি পদত্যাগ করুন। নির্দলীয় এক সরকার দেন, যেন জনগণ তার ভোট প্রয়োগ করতে পারে। জনগণইতো দেশের মালিক। এটাকেইতো গণতন্ত্র বলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পুলিশের গুলিতে আহত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুকে দেখতে এসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে যেই কথা বলবে তার পরিণতি হবে শহীদুল ইসলাম টিটুর মতো। অন্যায়ভাবে শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরিণতিই হচ্ছে শহীদুল ইসলাম টিটু। এর চেয়ে হৃদয়বিদারক ঘটনা আর ঘটতে পারে না। তার পরিবার, তার সমাজ, তার দলের লোকজনের সঙ্গে চোখে চোখ মিলিয়ে সে কথা বলতে পারছে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিছুদিন আগে শাওন নামে এক যুবদল নেতা মারা যায়। সারাদেশে এভাবে ১৮ জনের মতো মারা গেছে। টিটুর মতো অসংখ্য তরুণদের চোখ চলে গেছে পুলিশের গুলিতে। আপনি টিটুদের চোখের আলো নিয়ে যাচ্ছেন। এভাবে গোটা জাতিকে অন্ধকারের মধ্যে রাখতে চাচ্ছেন। দেশের জন্য কারো আত্মত্যাগ কখনো বৃথা যায় না। টিটুর চোখ চলে গেছে। এই ত্যাগ বৃথা যাবে না। এই ত্যাগের বিনিময়ে শেখ হাসিনার বিদায় হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।