দুর্নীতিতে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে পার্থক্য নেই: জাপা মহাসচিব
দুর্নীতি ও দুঃশাসনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। ৯ বছর পর এ সম্মেলনের আয়োজন করা হয়।
চুন্নু বলেন, আজকের উন্নয়নের ধারাবাহিকতার মূল ছিল প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমল। এরশাদ সাহেবের ব্যর্থতা ছিল, তিনি দুর্নীতি করতে পারেননি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি-দুঃশাসনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এ দুর্নীতি-দুঃশাসন থেকে মানুষ এখন মুক্তি চায়। এ থেকে মুক্তির একমাত্র পথ প্রদর্শক হচ্ছেন জি এম কাদেরের নেতৃত্বে পরিচালিত জাতীয় পার্টি।

জাপা মহাসচিব আরও বলেন, আমরা লক্ষ্মীপুরের চারটি নির্বাচনী আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। স্বাধীনতার পরে জাতীয় পার্টি ৩৩ বছর বিরোধী দল হিসেবে রয়েছে। আওয়ামী লীগ ২১ বছর বিরোধী দল ছিল। এরপর তারা ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় নেই ১৪ বছর। আবার যদি ক্ষমতায় না আসতে পারে, থাকবে কি না সন্দেহ রয়েছে। বিএনপি, মুসলিম লীগ হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। জাতীয় পার্টি এখনো টিকে আছে, কারণ আমাদের গৌরবান্বিত শাসনকাল ছিল।
অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের প্রধান অতিথি ছিলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোহাম্মদ উল্যার সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ বক্তব্য দেন
কাজল কায়েস/এমআরআর/এমএস