সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রাফি সরকার (৬) ও সৌরভ সরকার (৫) নামের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। শিশু রাফি মতি মার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে ও সৌরভ হাসমত আলীর ছেলে।
আরও পড়ুন: পটিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য শামছুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাফি ও সৌরভ আপন দুই চাচাতো ভাই। ওরা এক সঙ্গে বাড়ির পাশে খেলছিল। এরই এক পর্যায়ে পাশে থাকা পুকুরে নামার পর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জাগো নিউজকে জানান, মতি মার্কেট এলাকায় দুজন শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জেনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এম এ মালেক/জেএস/এএসএম