কুষ্টিয়ায় গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২২ আগস্ট ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুরে ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ফাঁকা মাঠে বিকেলে শিশুরা খেলা করছিল। এসময় গ্রেনেডসদৃশ বস্তুটি দেখতে পেয়ে তারা স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ওসি আরও বলেন, এটি বোমা কি না তা বিশেষজ্ঞরা নিশ্চিত করবেন। বর্তমানে এটি সংরক্ষণ করা হয়েছে।

 

আল-মামুন সাগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।