৫ হাজার টাকা জরিমানায় অজ্ঞান মোটরসাইকেলচালক, নেওয়া হলো হাসপাতালে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:৩৮ এএম, ২২ আগস্ট ২০২৩

মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স আর হেলমেটবিহীন অবস্থায় দুজন আরোহীকে নিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন নেছার উদ্দিন (৩০) নামের এক যুবক। ট্রাফিক পুলিশ তা দেখতে পেয়ে পাঁচ হাজার টাকার মামলা ঠুকে দেন ওই চালককে। ট্রাফিক পুলিশের এমন জরিমানার অংক দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন নেছার উদ্দিন।

ঘটনাটি শরীয়তপুর জেলার। সোমবার (২১ আগস্ট) বিকেলে সদর উপজেলার মনোহর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠায়।

অজ্ঞান হওয়া নেছার উদ্দিন গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের আব্দুল লতিফ জমাদারের ছেলে। তিনি পেশাগতভাবে ভাড়ায় মোটরসাইকেল চালান।

প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মনোহর বাজার মোড়ে চেক পোস্ট বসায় ট্রাফিক পুলিশ। এসময় নেছার উদ্দিন দুই যাত্রী নিয়ে শরীয়তপুর থেকে নাগেরপাড়ার দিকে রওয়ানা করলে চেক পোস্টে তার লাইসেন্সসহ কাগজপত্র পর্যবেক্ষণ করা হয়। তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কয়েকমাস আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুলিশ তাকে ডিজিটাল ডিভাইসে মামলা দেয়। এতে তার জরিমানার অংক আসে পাঁচ হাজার টাকা। জরিমানার অংক দেখে এসময় জ্ঞান হারিয়ে ফেলেন নেছার উদ্দিন।

jagonews24

সৈকত নামের একজন প্রতক্ষদর্শী বলেন, ‘নেছার উদ্দিন নামের ওই ব্যক্তি হেলমেট ছাড়া দুজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশ গাড়ি থামিয়ে মামলা দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান না ফিরলে আমরা সবাই মিলে তাকে হাসপাতালে পাঠিয়ে দেই।’

অজ্ঞান হওয়া মোটরসাইকেল চালক নেছার উদ্দিন বলেন, ‘আমি জরিমানার টাকা দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আসলে এতো টাকা জরিমানা দেওয়ার সামর্থ্য আমার নেই।’

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শরীফ উর রহমান বলেন, শারীরিক দুর্বলতার কারণে নেছার উদ্দিন জ্ঞান হারিয়ে থাকতে পারে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি সুস্থ হলে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে শরীয়তপুর সদর ট্রাফিক বিভাগের টিএসআই ফজলুল করিম বলেন, ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স মেয়াদোত্তীর্ণ আর ওভারলোড নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাকে অনলাইন ডিভাইসে মামলা দেওয়া হলে জরিমানা আসে পাঁচ হাজার টাকা। টাকার পরিমাণ দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার সহযোগীদের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানো হয়।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।