ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২২ আগস্ট ২০২৩

ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের উদ্যোগ নেওয়াসহ চার দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

jagonews24

এসময় বক্তারা জলাবদ্ধতা নিরসনে নগরীর সব খাল পুনরুদ্ধার ও খনন, রাস্তা-ড্রেন সংস্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধনের উদ্যোগ গ্রহণ, ব্যাটারিচালিত থ্রি হুইলারের জন্য পার্কিং স্ট্যান্ড নির্মাণ এবং অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দেওয়ার দাবি জানান।

বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হালদার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ওয়ার্ড সভাপতি আয়ুব আলী প্রমুখ।

jagonews24

বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

শাওন খান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।