শায়েস্তাগঞ্জে বিএনপির ২ নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৩ আগস্ট ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক অভিযানে দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার নূরপুর ইউনিয়নের সুরাবই গ্রাম ও দক্ষিণবড়চর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছলিম উল্লাহ (৫৮) ও বর্তমান সহ-সভাপতি আব্দুল হাই (৫০)।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত ছেলেসহ বাবা-মা গ্রেফতার

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জে পুলিশের ওপর আক্রমণ করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের করা এ্যাসল্ট মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।