কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৪ আগস্ট ২০২৩

অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) ইলিয়াস কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক সেলিনা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইলিয়াস হোসেন সবুজ কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের ২৮ মে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পান।

কুমিল্লা আদালতের পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান জাগো নিউজকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন: কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াসের ১২ বছরের কারাদণ্ড

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুরে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার এবং একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে আটক করে র‍্যাব-১১। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করে। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। এসময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার দুপুরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাহিদ পাটোয়ারী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।