মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু
কুড়িগ্রামে অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. আব্দুল মালেক (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালের দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মো. আব্দুল মালেক কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
স্থানীয়রা জানান, মো. আব্দুল মালেক মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য রওনা হন। পরে বড়বাড়ি বাজারের দিকে যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসের হাট আরডিআরএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
ফজলুল করিম ফারাজী/জেএস/এএসএম