বিদ্যালয়ের চারতলা ভবন থেকে নিচে পড়ে রংমিস্ত্রি নিহত
গাজীপুরের কালীগঞ্জের চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনে রং করতে গিয়ে আলমগীর হোসেন (৫৫) নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আলমগীর হোসেন ভাইয়াসূতী গ্রামের বাছির উদ্দিনের ছেলে। তিনি রং মিস্ত্রির কাজ করতেন।
আরও পড়ুন: মিক্সারবাহী ট্রাক উল্টে রংমিস্ত্রি নিহত
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ভবনের তিন ও চার তলার নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার সকালে রং মিস্ত্রি আলমগীর হোসেন তার এক সহকারীকে সঙ্গে নিয়ে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রঙের কাজ শুরু করেন। এক পর্যায়ে দুপুরের দিকে ভবনের বিমে রং করার সময় তিনি নিচে পড়ে যান।
পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান আরমান/আরএইচ/জেআইএম