গাজীপুরে মিক্সারবাহী ট্রাক উল্টে রংমিস্ত্রি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৩ নভেম্বর ২০২২

গাজীপুরে ট্রাক উল্টে নাসির ঢালী নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিটি করপোরেশনের ইছালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পূবাইল থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাসির হোসেন গাজীপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের পাকৈরদেশি এলাকার কফিল উদ্দিন ঢালীর ছেলে।

jagonews24

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় সয়ো নামের মিক্সার কারখানার ট্রাকটি পূবাইলের দিকে যাচ্ছিল। এসময় ওই ট্রাকে ছিলেন রঙ মিস্ত্রি নাসির হোসেন। ট্রাকটি ইছালী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে বিলে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রাকের নীচ থেকে নাসির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূবাইল থানার উপপরিদর্শক মাহবুব হোসেন জানান, মিক্সারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে নাসির নামে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। মরদেহ সুরতাহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মো. আমিনুল ইসলাম/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।