বাড়ির আঙিনায় ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৫ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জে গাঁজার গাছসহ রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চক শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে মৃত সামাদ শেখের ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার বসতবাড়ির পেছন থেকে পর্দা দিয়ে আড়াল করে রাখা ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। যার উচ্চতা প্রায় ১০ ফুট। তিনি বিক্রির উদ্দেশ্যে এ গাছের পরিচর্যা করছিলেন।

আরও পড়ুন>> চট্টগ্রামে নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, গাঁজার গাছসহ থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রির উদ্দেশ্যে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এম এ মালেক/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।