হবিগঞ্জ

বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে সাবেক ছাত্রলীগ নেতার মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৬ আগস্ট ২০২৩
ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে বিএনপির ২ নেতা গ্রেফতার

পুলিশ জানায়, রোববার (২০ আগস্ট) বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ সমাবেশ করে। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় মহিবুর রহমান মাহি বাদী হয়ে মামলাটি করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।